সিরাজদিখানে কাঁচা রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন


সিরাজদিখান প্রতিনিধি- 
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের সতুরচর (রসুলপুর) গ্রামের রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনের প্রধান সড়কটি পাকা করার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।  মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে মাদ্রাসা সংলগ্ন সড়কে আধা ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশ নেন।
 
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন সংস্কারের অভাবে প্রায় ৬০০ মিটার দীর্ঘ এ সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন শত শত শিক্ষার্থীসহ হাজারো মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে স্কুল-মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ ও কবরস্থানে যেতে হয়। কিন্তু সড়কের বেহাল দশায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। রউফ মাস্টারের বাড়ি থেকে সতুরচর (রসুলপুর) কবরস্থান পর্যন্ত পুরো সড়কজুড়ে কাদা,বড় বড় গর্ত ও খানা-খন্দ তৈরি হয়েছে। কোথাও জমে আছে পানি, কোথাও আবার কাদার কারণে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
 
রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি অহিদুল ইসলাম অহিদ বলেন, শিক্ষার্থী ও স্থানীয়দের প্রতিদিন এই সড়ক দিয়েই চলাচল করতে হয়। কিন্তু বেহাল অবস্থার কারণে সবাইকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই অবিলম্বে সড়কটি সংস্কার ও পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল্লাহ, রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব রশিদ তালুকদার, রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুর রউফ, সাবেক বিদ্যুৎসাহী এস.এম. শাহজাহান, অভিভাবক সদস্য মো. ফিরোজ বেপারী, অভিভাবক সদস্য ও এতিমখানার সভাপতি হাফেজ মো. আলমগীর হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 
উল্লেখ্য, এ সড়কটি ব্যবহার করে সতুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, রসুলপুর তাহেরুন্নেছা হাফেজিয়া মাদ্রাসা, দক্ষিণপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, উত্তরপাড়া শাহী জামে মসজিদ, রসুলপুর হাফেজ খোরশেদ আলম শাহী ঈদগাহ ও সতুরচর (রসুলপুর) কবরস্থানে যাতায়াত করতে হয়।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ