অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২১ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০৮:০৯
খুলনা মিউজিক ক্লাবের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত।
খুলনা মিউজিক ক্লাবের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরীতে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন স. ম. হাফিজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু, প্রধান আলোচক হাকীম নৃপেন্দ্রনাথ বৈরাগী। বিশেষ অতিথি ছিলেন শেখ মনিরুজ্জামান লাভলু, বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির প্রতিষ্ঠাতা-পরিচালক ধনঞ্জয় রায় এবং অসিত কুমার মন্ডল। সভাপতিত্ব করেন অসিত কুমার মন্ডল।শুরুর গান পরিবেশন করেন খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থীরা অনুশ্রী দাস, সম্প্রীতি বিশ্বাস, আরোহী মন্ডল, কুশল কুণ্ডু, আদিত্য পাল, প্রত্যয় সরকার, সাইমুন ইসলাম, নাবিহা আহমেদ, স্নিগ্ধ সরকার, স্বাগতা মিমি পাল ও ঈশান হালদার। সহযোগিতায় ছিলেন রাম প্রসাদ রায় (হারমোনিয়াম), আরিফুল ইসলাম সাগর (কী-বোর্ড), স্নেহাংশু মিস্ত্রী (তবলা)।একক পরিবেশনায় অংশ নেন কুশল কুণ্ডু, শ্রেয়ান বালা, তিশা মনি মৃধা, অনুরাধা শীল, শ্রুতি দাশ সেতু, মৃত্তিকা হাসান ভিক্টোরিয়া, আর্য শ্রেষ্ঠ হালদার, তিতলী মজুমদার, দীপন মন্ডল, স্বাগতা মিমি পাল, ফাল্গুনী আক্তার তোহা, হৃদ্যতা বিশ্বাস তান, আদিত্য পাল, সুমাইয়া আফরিন, আবু তালহা, আরাফ আল ইহান, অনন্যা, অহনা হক, অনন্যা পাল অর্পা ও আঁখি গাজী।অতিথি বক্তব্য দেন এ্যাড. অমিতাভ রায়, খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস, অধ্যক্ষ সাজেদা ইসলাম, তৌহিদুর রসুল শিমুল, কিবরিয়া হাসান এ সময় আরো উপস্থিত ছিলেন কবি রহমত আলী, সি ইউ সি স্কুলের সভাপতি মোঃ শাহিন হোসেন প্রমুখ। শিশু শিল্পী পুরস্কার ২০২৫ পেয়েছেন শ্রুতি দাশ সেতু, তিতলী মজুমদার, আর্য শ্রেষ্ঠ হালদার ও মৃত্তিকা হাসান ভিক্টোরিয়া। গুণীজন সম্মাননা পুরস্কার পেয়েছেন—মোঃ শামীম রেজা খান (সমাজসেবক), ডাঃ সাগরময় পাল (দন্ত চিকিৎসক), দীপন মন্ডল (সংগীত শিল্পী)। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শেখ আমজাদ হোসেন ও তন্দ্রা পাল। পরিচালনায় ছিলেন সভাপতি তৌহিদুর রসুল শিমুল ও সাধারণ সম্পাদক রায়হান মাহাবুব।
বার্তা প্রেরক:
রাম প্রসাদ রায়,
খুলনা মিউজিক ক্লাব, খুলনা।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ