যে সমীকরণের সামনে দাঁড়িয়ে টাইগাররা


এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। এখন নেট রানরেটের হিসাব ছাড়াই সুপার ফোরে ওঠার স্বপ্ন পূরণে শ্রীলঙ্কার দিকে তাকিয়ে আছে টাইগাররা।

 

বুধবার (১৮ সেপ্টেম্বর) ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা আফগানদের হারিয়ে দিলেই রানার্সআপ হয়ে শেষ চারে সুযোগ পাবে বাংলাদেশ। অন্যথায় শ্রীলঙ্কা বড় ব্যবধানে না হারলেও বাংলাদেশের সুযোগ থাকবে।


তখন যাদের নেট রানরেট ভালো থাকবে তারাই সুযোগ পাবে।
শ্রীলঙ্কা হারলে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান প্রত্যেকের সমান ৪ পয়েন্ট হবে। এক্ষেত্রে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তান যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রায় ৭০ রান অথবা ৫০ বল হাতে রেখে জয় পায়, তাহলে কপাল পুড়বে শ্রীলঙ্কার। দলটির রানরেট বাংলাদেশের নিচে চলে যাবে।


আর এমন সমীকরণে সুপার ফোরে ওঠবে বাংলাদেশ ও আফগানিস্তান। তবে আফগানিস্তানের বিরুদ্ধে হারলেও শ্রীলঙ্কা ব্যবধান মোটামুটি কমিয়ে রাখতে পারলে বাংলাদেশের এশিয়া কাপ থেকে বিদায় ঘণ্টা বেজে যাবে।
কালের কণ্ঠ


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ