গাইবান্ধায় নদীতে মিলল শিক্ষিকার মরদেহ


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধা সদর উপজেলার ঘাঘট নদী থেকে তাসমিন আরা নাজ (৩৭) নামের এক শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গাইবান্ধা এনএইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করছিলেন এই শিক্ষিকা।  

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পূর্ব কোমরনই মিয়াপাড় ঘাঘট নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পান স্থানীয়রা। এ খবর পেয়ে দুপুরের দিকে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
 

এলাকাবাসী জানায়, তাসমিন আরা নাজ পূর্ব কোমরনই মিয়া বাড়ির আমজাদ মিয়ার ভাগ্নি। কিছু দিন আগে গাইবান্ধা আসাদুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এনএইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন এবং তিনি অবিবাহিত ছিলেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ওই শিক্ষিকার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। তার মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। 


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ