হাকিমপুর প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া মাহফিল


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিকদের কর্মজীবনের নানা দিক তুলে ধরে তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। পরে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

দোয়া মাহফিলে হাকিমপুর উপজেলা ভুমি সহকারী কমিশনার সাব্বির হোসেন, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক আনোয়ারা হোসেন, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, সাপ্তাহিক জিরোপয়েন্ট পত্রিকার প্রকাশক ও সম্পাদক শাহিনুর ইসলামসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

আয়োজকরা জানান, হাকিমপুর প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের অবদান স্মরণে রেখে প্রতিবছর এ আয়োজন নিয়মিতভাবে করা হবে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ