পীরগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে ৩ নারী আহত!


পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি ঃ ‎রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের ধুলগাড়ি গ্রামে জমি দখলকে কেন্দ্র করে এক হতদরিদ্র পরিবারের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।‎
 

‎অভিযোগে জানা যায়, উপজেলার ধুলগাড়ি গ্রামের অসহায় শিল্পী নামের এক নারীর জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালায় প্রতিপক্ষ মিঠু  মিয়া তাদের দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান। এসময় পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শিল্পী বেগম (৩৫), তার মেয়ে দিনা মনি (২০) ও জেলেখা বেগম (৬০) -এর উপর  হামলা চালায়। হামলায় তারা গুরুতর আহত হন।‎বর্তমানে আহতরা পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 
 

‎‎এ বিষয়ে পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ