ইন্দুরকানীতে সাংবাদিকদের  সঙ্গে মতবিনিময় করলেন ব্যারিস্টার মোস্তফা জুবায়ের হায়দার


মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুর কানী পিরোজপুর প্রতিনিধি:-পিরোজপুর ইন্দুরকানীতে সাংবাদিকদের  সঙ্গে মতবিনিময় সভা করেন ব্যারিস্টার মোস্তফা জুবায়ের হায়দার।ব্যারিস্টার মোস্তফা জুবায়ের হায়দার সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মোস্তফা জামাল হায়দারের ছোট ছেলে।
 
১২ ই সেপ্টেম্বর রেজ  শুক্রবার  বিকেলে ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে সাধারণ সম্পাদক মারুফুল ইসলামের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
 
মতবিনিময় সভায় বক্তব্যে দেন মোস্তফা জুবায়ের হায়দার তিনি বলেন,আমার বাবা মন্ত্রী থাকা অবস্থায় জিয়ানগর উপজেলায় গুচ্ছগ্রাম,রাস্তা,বেইলি ব্রিজসহ বিভিন্ন উন্নয়ন করেছেন।১২ দলীয় জোট থেকে নমিনেশন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে।পিরোজপুর এক আসনের প্রত্যেক উপজেলাকে আধুনিক হিসাবে রুপান্তরিত করবো।উন্নয়নের দিক থেকে পিছিয়ে পড়া জিয়ানগর উপজেলাকে মডেল হিসেবে রুপান্তরিত করা হবে।এখানে যুবকদের কর্মসংস্থান তৈরি করা।নারীদের কারিগরি কাজে ও স্বাস্থ্য উন্নয়নে কাজ করে যাবো।
 
এ সময় উপস্থিত ছিলেন,ইন্দুরকানী রিপোর্টাস ইউনিটির সহ-সভাপতি কে এম শামিম রেজা,কোষাধ্যক্ষ আসাদুজ্জামান,
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃমামুন হাওলাদার শিমুল,নির্বাহী সদস্য সাকিল খান,সফিকুল ইসলাম,কুদ্দুস খন্দকার, রাসেল হাওলাদার প্রমুখ।
 
ব্যারিস্টার মোস্তফা জুবায়ের হায়দার তিনি উপজেলার পাড়েরহাট বাজার,জিয়ানগর বাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

 


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ