পলাশবাড়ীতে কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ


পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৭০ জন কৃষক এ সুবিধা পেয়েছেন।
 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রমের 

 

উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজ্জাত হোসেন সোহেল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা হেনা নাসরিন এবং কৃষি সম্প্রসারণ অফিসার স্বর্ণা সাহা টুসি।
 

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর আবু বক্কর সিদ্দিক, পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজ্জাত হোসেন সোহেল বলেন, খরিপ-২/২০২৫-২৬ মৌসুমে মাসকলাইয়ের আবাদ ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিটি কৃষককে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।এই উদ্যোগ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ