গোবিন্দগঞ্জে বিক্রয় প্রতিনিধি'র মরদেহ উদ্ধার


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাণ কোম্পানিতে সেলসম্যান হিসাবে কর্মরত সেলিম মিয়া নামে এক যুবক পৌরসভা কার্যালয় সংলগ্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে ম্যাস হিসাবে আলাদা রুমে থাকতেন।বুধবার রাতে খাবার খেয়ে ঘরে শুয়ে পড়লে ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ডাকাডাকি ঘুম থেকে না উঠলে ৯৯৯ জরুরি সেবায় ফোন করলে,এ খবর পেয়ে থানা পুলিশের টিম পুলিশ পরির্দশক( তদন্ত)সেকেন্ড অফিসার সেলিম রেজা,এস আই তৌফিজ পবিত্র ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় তার নিথর মৃতদেহ দেখতে পায়। এসময় তার মুখে ও মেঝেতে বমি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। তবে তার দেহে কোন ক্ষত চিহ্ন পাওয়া যায়নি। 
 
স্থানীয় সূত্রে জানা যায়,রাতের খাবারের পর সে আবারও বাহিরে গিয়ে একটি পাউরুটি খেয়েছিল।
 
এ বিষয়ে পুলিশ তার পরিবারের কাছে খবর দিলে তার চাচা এসে থানায় লিখিত এক আবেদনে তার হৃদ রোগ আছে বলে উল্লেখ করেন। আর কোন অভিযোগ না করায় পরিবারের কাছে তার মৃতদেহটি হস্তান্তর করা হয়েছে। সেলিম মিয়া সাদুল্লাপুর উপজেলার ভাত গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। তার এমন মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 
 
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান,প্রাণ কোম্পানীর সেলসম্যান সেলিম মিয়ার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারনা করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ