অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০৭:৫৭
নাজমুল হক নাহিদ,আত্রাই(নওগাঁ)প্রতিনিধি: গত ৩১ আগষ্ট নওগাঁর আত্রাই উপজেলাধীন আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া বাজার থেকে ইব্রাহিম নগর পর্যন্ত প্রায় এক কিলোমিটার দেওয়ান মহসিন আলী সড়ক “নির্মাণ কাজ শেষ হতে না হতেই সড়কে ধস” শিরোনামে দৈনিক খোলা কাগজ, দৈনিক সংগ্রাম, দৈনিক জবাবদিহি, দৈনিক ভোরের আকাশ, দৈনিক গণমানুষের আওয়াজসহ বেশকিছু পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
প্রকাশিত সংবাদটি উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসলে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার। পরিদর্শনকালে প্রকাশিত সংবাদের সত্যতা পাওয়ায় মানুষের দুর্ভোগ লাঘবে দ্রæত ভাঙ্গাস্থান মেরামত করে দিতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেন তিনি। নির্দেশনা মোতাবেক ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রোপাইটর আব্দুল মতিন পরের দিন থেকেই ভাঙ্গা স্থানটি মেরামত কাজ শুরু করে ১০ সেপ্টেম্বর কাজটি সম্পন্ন করেন।
জানা যায়, সিংসাড়া বাজারের অদুরে ঐতিহ্যবাহি উঁচাগর ঈদগাহ মাঠ সংলগ্ন সড়কটির সাথে পুকুরের খাড়া পার থাকায় তাতে মাটি ভরাট দিতে না পারায় বৃষ্টিতে দুই তিন জায়গা ধসে যায়। অতিদ্রæত রাস্তার ধার দিয়ে মাটি না দিলে পুরো রাস্তাটি ধসে যেতে পারে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন।
স্থানীয় বাসিন্দা রুবেল হোসেন তাদের দাবির প্রেক্ষিতে দ্রæত রাস্তাটির সংস্কার কাজ করার ফলে এলাকার মানুষের কষ্ট দুর হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম বলেন, এলাকার মানুষের দাবির বিষয়টি উপজেলা প্রকৌশলীকে অবহিত করলে তিনি জরুরী ভিত্তিতে রাস্তাটি মেরামত করে দিবেন মর্মে কথা দিয়েছিলেন। আজ তিনি ভেঙ্গে যাওয়া স্থান মেরামত করে দিয়ে মানুষের কষ্ট লাঘব করে দিলেন। এজন্য এলাকাবাশীর পক্ষ থেকে প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।
উপজেলা প্রকৌশলী নীতিশ কুমার বলেন, পত্রিকার মাধ্যমে রাস্তার ভাঙ্গা সম্পর্কে জানতে পেরে স্থানটি পরিদর্শন করি। পরিদর্শনকালে অল্প সময়ের মধ্যে ভাঙ্গা স্থানগুলো মেরামত করা হবে মর্মে এলাকার মানুষদের কথা দিয়েছিলাম। আজ দেওয়া কথা রাখতে পারায় ভালো লাগছে উল্লেখ করে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নাজমুল হক নাহিদ
আত্রাই, নওগাঁ
মোবাইল: ০১৭১৭-৭৯৭৯৩১
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ