বিনামূল্যে ৫ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয়


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পাঁচ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। এ সময় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন সেবাগ্রহীতারা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উপজেলার ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে ব্লাড ডোনার ক্লাব অর্গানাইজেশন গাইবান্ধা।এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় ব্যবসায়ী রেজাউল হক প্রধান রাজু, ব্লাড ডোনার ক্লাব অর্গানাইজেশন গাইবান্ধার প্রতিষ্ঠাতা পরিচালক আমিনুল ইসলাম শিপন প্রমুখ।

তখন রক্তের গ্রুপ নির্ণয় করেন- সন্ধানী ডোনার ক্লাবের রাহাদ ইসলাম রাহি ও সৌরভ কুমার।

স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন- শাকিল, হাসান, খাদেমুল, সৌরভ, রিয়ন, নুর আলম ও আরমানসহ অনেকে।এই ক্যাম্পেইনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবকসহ সব বয়সের নারী-পুরুষ রক্তের গ্রুপ পরীক্ষা করে নিয়েছেন।

ব্লাড ডোনার ক্লাব অর্গানাইজেশন গাইবান্ধার প্রতিষ্ঠাতা পরিচালক আমিনুল ইসলাম শিপন বলেন, রক্তের গ্রুপ জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্তদান এবং রক্ত গ্রহণের জন্য রক্তের গ্রুপের ভূমিকা অপরিহার্য। তাই নিজের রক্তের গ্রুপ জেনে নেওয়া দরকার।
 
 

 


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ