শরীয়তপুরে হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত


শরীয়তপুর প্রতিনিধি:-শরীয়তপুর জেলা  ক্রীড়া অফিসের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ অর্থ বছরের আওতায় হ্যান্ডবল প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে। 
 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) শরীয়তপুর জেলার আংগারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত  প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইমরুল হাসান।
 

জেলা ক্রীড়া অফিসার সমীর বাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে  অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে হাবিবা, জেলা শিক্ষা অফিসারের সহকারী পরিদর্শক সমীর কান্তি রায়, আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণজিৎ কুমার সাহা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সাইফুর রহমান রাজ্জাক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজীর, জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য কাওসার মৃধা সহ অংশগ্রহণকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ,  জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন খেলোয়াড়, কোচ ও অন্যরা।
 

প্রতিযোগিতায় ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।উক্ত প্রতিযোগিতায় জাজিরা বালিকা স্কুল এন্ড কলেজকে হারিয়ে বিনোদনপুর পাবলিক উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
 

তৃনমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
 


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ