বগুড়ায় ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে কুপিয়ে হত্যা ,গ্রেপ্তার প্রধান অভিযুক্ত রতন


 

স্টাফ রিপোর্টার বগুড়া: বগুড়া শহরের দত্তবাড়িতে শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার। ইকবাল (২৬) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতের কোন এক সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ইকবাল সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া এলাকার আব্দুল করিমের ছেলে। তবে তিনি শহরের কাটনারপাড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। তার বাড়ি বগুড়ার শাহজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। জানা গেছে, শনিবার রাতে ইকবাল এবং রতন শতাব্দী ফিলিং স্টেশনে রাতের শিফটে কাজ করছিলেন। রবিবার সকালে ডে শিফটের কর্মীরা এসে ফিলিং স্টেশনের ক্যাশ টেবিলে রক্তাক্ত অবস্থায় ইকবালকে পড়ে থাকতে দেখেন। পরে তারা মালিকদের খবর দেন এবং তারা ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেন। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির জানান, তারা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। 

 

ইকবালের সহকর্মী রতন পলাতক থাকায় এই হত্যাকাণ্ডে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তাকে গ্রেপ্তার করা হলে এই হত্যার রহস্য উদঘাটন করা সহজ হবে। তবে ফিলিং স্টেশনের টাকা খোয়া গেছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সিআইডি, পিবিআই এবং ডিবি সহ বিভিন্ন সংস্থা ঘটনাটি তদন্ত করছে।এদিকে, বগুড়ার এসপির নির্দেশে, পরিদর্শক (নিরস্ত্র) রাজু কামাল ডিবি বগুড়ার নেতৃত্বে একটি দল ২৪ ঘন্টার মধ্যে গাজীপুরের কালিয়াকৈর থানার মৌচাক এলাকা থেকে প্রধান এবং একমাত্র অভিযুক্ত রতনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ