অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৭:৫৪
বুধবার ২৮ জানুয়ারি সকাল ১১ টা থেকে মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ার, ইউনিয়নের মুন্সিরহাট, আধারা ইউনিয়নের চিতলীয়া বাজার, মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর,মহাকালী ইউনিয়নের,দক্ষিণ কেওয়ার, বাগেশ্বর,মদিনা বাজার,ধলাগাওসহ দফায় দফায় মুন্সিগঞ্জ–৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের ফুটবল প্রতীকের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগকালে প্রার্থী মহিউদ্দিন সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁর নির্বাচনী বার্তা তুলে ধরেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জনস্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। গণসংযোগে স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
প্রার্থী মহিউদ্দিন বলেন, “আমি নির্বাচিত হলে মুন্সিগঞ্জ–৩ আসনের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো। জনগণের অধিকার ও ন্যায্য দাবি বাস্তবায়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”
গণসংযোগ চলাকালে প্রতিটি এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সমর্থকরা ফুটবল প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং ভোটারদের সমর্থন কামনা করেন।
এসময় প্রতিটি গণসংযোগ ভোটারদের উপস্থিতিতে জন সমূদ্রে পরিনত হয়েছে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ