অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৭:১৬
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি হলেও এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর রাত আনুমানিক পৌনে ৪টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফুলতলা গ্রামে। অগ্নিসংযোগের শিকার বাড়িটি প্রয়াত লিয়াকত আলী খানের ছেলে মো. রাফুল খান (৩০)-এর বাড়িতে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা রাফুল খানের বসতঘরসংলগ্ন লাকড়ি বোঝাই দুচালা ঘরে আগুন ধরিয়ে দেয়। একই সময় পাশের বাড়ির খোরশেদ ঢালীর গোয়ালঘরের বেড়াতেও আগুন দেওয়া হয়। গোয়ালঘরে থাকা তিনটি গরু অক্ষত থাকলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়। পরে স্থানীয়দের দ্রুত সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ সময় রাফুল খান ও তার মা পাশের ঘরে গভীর ঘুমে ছিলেন। আগুনের তীব্রতা দেখে স্থানীয়রা চিৎকার করলে তারা বিষয়টি টের পান।
ভুক্তভোগীরা জানান, রাফুল খান সদর উপজেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত। চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের ফুটবল প্রতীকের পক্ষে সক্রিয়ভাবে কাজ করছেন। সোমবার বিকেলে গ্রামে ফুটবল প্রতীকের একটি উঠান বৈঠক ও মিছিলেও তিনি অংশ নেন। ধারণা করা হচ্ছে, রাজনৈতিক কারণেই এ অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে।
ভুক্তভোগী রাফুল খান বলেন, “রাত আনুমানিক চারটার দিকে ঘুম থেকে উঠে দেখি ঘরের পাশে আগুন দাউ দাউ করে জ্বলছে। আমি চিৎকার দিলে আশপাশের মানুষ এসে আগুন নেভায়। কারা, কী কারণে আগুন দিয়েছে তা এখনও বুঝতে পারছি না। ঘটনাস্থলে একটি বুমও পাওয়া গেছে।”
রাফুল খানের মা রুনা বেগম (৬০) কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমরা মা-ছেলে ঘুমাইয়া আছিলাম। হঠাৎ লোকজন চিৎকার দিয়া কয় আগুন লাগছে। আমার পোলার কোনো শত্রু ছিল না। ছোট থেকে বড় করছি, কারা এমন নৃশংস কাজ করল বুঝতে পারছি না।”
প্রতিবেশী খোরশেদ ঢালীর স্ত্রী রুবিনা বেগম বলেন, “আগুনের খবর পেয়ে দৌড়ে আসি। আমাদের গোয়ালঘরের বেড়াতেও আগুন লাগছিল। লোকজন বালতি দিয়ে পানি ঢেলে আগুন নিভাইছে। কারা আগুন দিছে আমরা বলতে পারি না।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
সদর থানার (ওসি) মো. মমিনুল ইসলাম এ বিষয়ে বলেন, ঘটনার খবর পেয়েছি। পুলিশ পাঠিয়ে তদন্ত করতেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মোঃ রাতুল দেশ আমারটিভি, মোঃ রাতুল সংবাদ৫২ টিভি চব্বিশ ঘন্টা খবর
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ