শিলই ইউনিয়নে সাবেক উপমন্ত্রীর ছেলে রিপনের নেতৃত্বে ‘ফুটবল’ মার্কার সমর্থনে গণসংযোগ


মুন্সিগঞ্জ ও গজারিয়া ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ মহিউদ্দিনের নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। এরই ধারাবাহিকতায় শিলই ইউনিয়নে ‘ফুটবল’ মার্কার সমর্থনে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন মুন্সিগঞ্জ ও গজারিয়া-৩ আসনের পাঁচবারের  সাবেক সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী মোঃ আব্দুল হাইয়ের জ্যেষ্ঠ পুত্র ইফতেখারুল আলম রিপন।
শিলই ইউনিয়নের দেওয়ানকান্দি, রাখির কান্দি এবং আকাল মেঘ ও দিঘীরপাড় বাজার এলাকায়  এই প্রচার চালানো হয়। বিকেলে শিলই এলাকায়  এলাকার শত শত নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং প্রিয় নেতার ছেলেকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
এসময়   ইফতেখারুল আলম রিপনের সঙ্গে আরও উপস্থিত ছিলেন:
শাহিদ ব্যাপারী, বিল্লাল বেপারী ও আওয়াদ বেপারী, খাইরুদ্দিন বেপারী ও জাফরান মাঝি, জহুরুল হক মিজি, রোকন মিজি ও বাবুল চৌকিদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উঠান বৈঠকে এলাকাবাসীরা বলেন, "আমাদের প্রাণের নেতা সাবেক উপমন্ত্রী আব্দুল হাই সাহেব যেভাবে আমাদের সুখে-দুঃখে পাশে থাকতেন, আজ তার ছেলের হাত ধরে আমরা সেই আদর্শকে এগিয়ে নিতে চাই। উন্নয়নের স্বার্থে আমরা ফুটবল মার্কায় মোঃ মহিউদ্দিনকে জয়ী করতে ঐক্যবদ্ধ।"

মোঃ রাতুল দেশ আমারটিভি, মোঃ রাতুল সংবাদ৫২ টিভি চব্বিশ ঘন্টা খবর


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ