অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, সময়ঃ ১১:৪৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর–হাইমচর) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত প্রার্থী কমরেড মোঃ জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কার পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) চাঁদপুর শহরের কালীবাড়ি এলাকা, পাল বাজার ও চৌধুরী ঘাট এলাকায় এ গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে জেলা কমিউনিস্ট পার্টি, বাসদ, যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ অংশ নেন। গণসংযোগকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং কাস্তে মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় কমরেড জাহাঙ্গীর হোসেন বলেন, “কমিউনিস্টরা এ দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, জান-মালের নিরাপত্তা ও দুর্নীতির বিরুদ্ধে আজীবন লড়াই করছে। মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে শক্তিশালী করতে কাস্তে মার্কায় ভোট দিন। কমিউনিস্টরা লড়াই করবে অথচ ভোট পাবে না—এটা হতে পারে না।”
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ