মুন্সীগঞ্জে কামরুজ্জামান রতনের ধানের শীষের গণসংযোগ ।


মুন্সীগঞ্জ সদর উপজেলায় আজ রোববার (২৫ শে জানুয়ারি) বিকেল পাঁচ ঘটিকায়  উত্তর ইসলামপুর ৭ নং ওয়ার্ডের মোল্লাচর গ্রামের পঞ্চায়েত কমিটির সাথে মুন্সীগঞ্জ ৩ আসনের ধানের শীষ প্রতীক  কামরুজ্জামান রতন গণসংযোগ করেন ।


মুন্সীগঞ্জ ৩ আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন উপস্থিত লোকজনের সাথে তিনি কথা বলেন এবং তাদের বহুদিনের যাতায়াত এর সমস্যার কথা শুনেন। সমস্যা কথা শুনে, তিনি এলাকার সমস্যা সমাধানের বাস্তবায়ন করবে বলে প্রতিশ্রুতি দেন এবংমোল্লাচরে পারাপারের যে সাঁকুটি আছে সেটা সংস্কারের  জন্য
প্রতিশ্রুতি দেন এবং তিনি নির্বাচিত হলে এই সাঁকোটি ভেঙে ব্রীজ করে দিবে বলে অঙ্গীকার করেন।


গণসংযোগ কালে ৭ নং ওয়ার্ডের মোল্লাচর গ্রামের পঞ্চায়েত কমিটির সদস্য বৃন্দ ও  নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উক্ত গণসংযোগ কালে আরো উপস্থিত ছিলেন, 
রায়হান আহমেদ রফিকুল হাসান তুষার, সিরাজ পাঠান ,আজিম মাতবর আলমগীর পাঠান আউয়াল মাদবর সেলিম ফরাজী বিএনপির নেতা বশির উদ্দিন মোসলেম দেওয়ান তারা হাজী ইমান আলী মোহাম্মদ ও সালাম ইউনুস ফরাজি আবু সাঈদ ও রুবেল সুমন মোঃ সবুজ স্বপন প্রমূখ।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ