বিপুল ভোটে জয়ী হয়ে ১০ দলীয় জোট সরকার গঠন করবে: নাহিদ ইসলাম


ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয় অর্জনের মাধ্যমে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। তিনি বলেন, জনগণের সমর্থনই এই জয়ের মূল শক্তি হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন নেতার মাজারে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন। নাহিদ ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এই জনপদের ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখান থেকেই বাংলার পূর্বপুরুষদের স্মরণ করে তাদের রাজনৈতিক যাত্রা শুরু করছেন বলে তিনি উল্লেখ করেন।

এবারের নির্বাচনি যাত্রাকে আধিপত্যবাদবিরোধী আজাদীর যাত্রা হিসেবে আখ্যায়িত করে নাহিদ ইসলাম বলেন, এই আন্দোলন ও নির্বাচনের প্রধান এজেন্ডা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা। তিনি নির্বাচনের আগেই হাদি হত্যা মামলার অভিযোগপত্র দাখিলের আহ্বান জানান।

এ সময় সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকার কঠোর সমালোচনা করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার ও ইসি একটি নির্দিষ্ট দলের পক্ষে বিশেষ অবস্থান নিয়েছে, যা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। তিনি বলেন, জনগণ এই পক্ষপাতদুষ্ট আচরণ প্রত্যাখ্যান করবে এবং ভোটের মাধ্যমে তার জবাব দেবে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ