নির্বাচনের আগে একটি দল মুসলমানদের শিরকে লিপ্ত করছে: তারেক রহমান


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি দল মুসলমানদের শিরকের পথে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট আলিয়া মাদরাসা মাঠে নিজের প্রথম নির্বাচনি জনসভায় তিনি এ বক্তব্য দেন।

বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন—কারা ওমরা বা হজ পালন করে এসেছেন। মাঠে উপস্থিত একাধিক ব্যক্তি হাত তুললে তাদের মধ্য থেকে একজনকে মঞ্চে ডেকে এনে তিনি ধারাবাহিক প্রশ্ন করেন। কাবা শরীফের মালিক কে, দুনিয়া ও আখিরাতের মালিক কে, সূর্য-নক্ষত্র, বেহেশত ও দোজখের মালিক কে—প্রতিটি প্রশ্নের উত্তরে ওই ব্যক্তি ‘আল্লাহ’ বলে সাক্ষ্য দেন।

এরপর তারেক রহমান বলেন, যার মালিক আল্লাহ, সেটি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। অথচ নির্বাচনের আগে একটি দল এই দেবে, ওই দেবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে, টিকিট দেওয়ার কথাও বলছে। যার মালিক মানুষ নয়, সে বিষয়ে যদি কেউ প্রতিশ্রুতি দেয়, তাহলে সেটি কি শিরক নয়—এই প্রশ্ন তুলে তিনি বলেন, নির্বাচনের আগেই জনগণকে প্রতারণা করা হচ্ছে। শুধু প্রতারণাই নয়, মুসলমানদের শিরকের পথে ঠেলে দেওয়া হচ্ছে—নাউজুবিল্লাহ।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। সেই সময়ে কারা কী ভূমিকা রেখেছিল, জাতি তা ভুলে যায়নি। কারও হঠকারিতা ও মিথ্যার কারণে লাখো মানুষ শহীদ হয়েছে, মা-বোনেরা সম্ভ্রম হারিয়েছেন। এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, দেশকে স্বৈরাচারমুক্ত করা হয়েছে, এখন মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই বাকি। ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘টেক ব্যাক বাংলাদেশ’ কর্মসূচির অর্ধেক ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে। গণতন্ত্রের পথে যাত্রা শুরু হবে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে নবিজির ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ