অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, সময়ঃ ১১:৪৯
নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় পুনরায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
এর আগে রোববার ছাত্রদলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশন ভবনে গিয়ে কমিশনারদের সঙ্গে বৈঠক করে। প্রতিনিধি দলে ছিলেন সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, জ্যেষ্ঠ সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম এবং সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। বৈঠকে তিনটি বিষয়ে ছাত্রদলের দাবি নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হয়। কমিশনের পক্ষ থেকে বিষয়গুলো যৌক্তিকভাবে বিবেচনার আশ্বাস দেওয়া হয়।
বৈঠক শেষে রাকিবুল ইসলাম রাকিব বলেন, রোববারের অবস্থান কর্মসূচি শেষ ঘোষণা করা হলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। সে কারণেই সোমবার আবারও ইসি ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আগামী ২২ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হবে। এ সময় কোনো ধরনের ষড়যন্ত্র বা মব সৃষ্টির চেষ্টা হলে ছাত্রদল তা কঠোরভাবে প্রতিহত করবে।
তিনি অভিযোগ করে বলেন, প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনের আগে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী পরিকল্পিতভাবে মব তৈরি করে ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালায় যে তারা নির্বাচনে অংশ নিতে চায় না। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়েও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এসব বিষয় নির্বাচন কমিশনের নজরে আনা হয়েছে এবং কমিশন তা বিবেচনা করবে বলে আশ্বাস দিয়েছে।
এদিকে পোস্টাল ব্যালট ইস্যুতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, দেশে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তবে এর আয়োজন দুর্বলভাবে পরিচালিত হয়েছে। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগেই জামায়াত ও ছাত্রশিবিরের নেতাদের বাসায় পোস্টাল ব্যালট পৌঁছে গেছে, যা ২০১৮ সালের ‘রাতের ভোট’-এর স্মৃতি মনে করিয়ে দেয়। বিষয়টি নির্বাচন কমিশনের কাছে উত্থাপন করা হলে কমিশন সমস্যার অস্তিত্ব স্বীকার করেছে এবং দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে।
ছাত্রদল জানিয়েছে, সোমবার বেলা ১১টার পর থেকে ইসি কার্যালয়ের সামনে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ হাজারো নেতাকর্মী অবস্থান নেবেন। পাশাপাশি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদল কমিটির নেতাকর্মীরাও এই কর্মসূচিতে অংশ নেবেন।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ