অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, সময়ঃ ১১:৩৯
দেশের উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও পানিসম্পদ ব্যবস্থাপনায় যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের চূড়ান্ত সম্মতির অপেক্ষায় রয়েছে অন্তর্বর্তী সরকার। প্রয়োজনীয় সব নথিপত্র ইতোমধ্যে চীনা সরকারের কাছে পাঠানো হয়েছে এবং অর্থায়ন সংক্রান্ত চূড়ান্ত আলোচনা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নীলফামারীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রম উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, বর্তমানে চীনা সরকারের একটি বিশেষজ্ঞ দল তিস্তা মহাপরিকল্পনার কারিগরি, আর্থিক ও বাস্তবায়ন কাঠামো গভীরভাবে যাচাই-বাছাই করছে। এ প্রক্রিয়া সম্পন্ন হয়ে আনুষ্ঠানিক সম্মতি মিললেই দেশের অন্যতম বৃহৎ এই উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হবে।
তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক সেচব্যবস্থা, বন্যা নিয়ন্ত্রণ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় সুদূরপ্রসারী ইতিবাচক পরিবর্তন আসবে। এটি কেবল একটি অবকাঠামোগত প্রকল্প নয়, বরং এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব শুধু অন্তর্বর্তী সরকারের ওপর সীমাবদ্ধ নয়; এ ক্ষেত্রে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) আবু জাফর। উল্লেখ্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় দেশব্যাপী এই প্রচারণামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ