বাংলাদেশের দাবিতে সমর্থন, বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের


টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অনিচ্ছার বিষয়ে বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়েছে পাকিস্তান। বাংলাদেশের দাবি মেনে নেওয়া না হলে বিশ্বকাপের ম্যাচ বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রোববার (১৮ জানুয়ারি) জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেটিকে ইসলামাবাদ বৈধ বলেই মনে করছে। আইসিসি যদি এই ইস্যুতে বাংলাদেশের অনুকূলে কোনো সমাধান দিতে ব্যর্থ হয়, তাহলে পাকিস্তান বাংলাদেশের পক্ষ নেবে বলে জানিয়েছে পিসিবি।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান। একই সঙ্গে ভারত যেন বাংলাদেশকে সিদ্ধান্ত পরিবর্তনে চাপ দিতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকার কথা জানিয়েছে ইসলামাবাদ।

পিসিবির ভাষ্য অনুযায়ী, ভারতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের যুক্তিগুলো যৌক্তিক এবং এ ক্ষেত্রে কাউকে জোর করা যায় না। বাংলাদেশের সমস্যার সমাধান না হলে পাকিস্তানও বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে নতুন করে ভাববে।

উল্লেখ্য, নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বিসিবি তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে। তবে এখনো এ বিষয়ে আইসিসির চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি। বরং বাংলাদেশকে ভারতে খেলতে রাজি করাতে আইসিসির পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শনিবার আইসিসির একটি প্রতিনিধি দল ঢাকায় আসে।

এই পরিস্থিতিতে বাংলাদেশ তাদের অবস্থানে অনড় রয়েছে এবং পাকিস্তানের সমর্থন চেয়েছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান, যা বিশ্বকাপ ঘিরে নতুন করে কূটনৈতিক ও ক্রীড়াঙ্গনের উত্তেজনা বাড়িয়েছে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ