এলপিজি সংকট মোকাবিলায় জিটুজি ভিত্তিতে আমদানির অনুমোদন


দেশের এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সংকট মোকাবিলায় সরকার নতুন উদ্যোগ গ্রহণ করেছে। সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এলপিজি আমদানির জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। রোববার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, জিটুজি ভিত্তিতে এলপিজি আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ বৃদ্ধি করা হবে, যা মূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে। এ লক্ষ্যে বিপিসিকে ইতোমধ্যে মৌখিকভাবে প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। এর আগে ১০ জানুয়ারি বিপিসির পক্ষ থেকে মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে জানানো হয়, দেশের এলপিজি বাজার বর্তমানে পুরোপুরি বেসরকারি খাতনির্ভর। ফলে সংকটকালীন সময়ে সরবরাহ ঘাটতি বা কৃত্রিম সংকট তৈরি হলে সরকারিভাবে হস্তক্ষেপের সুযোগ অত্যন্ত সীমিত থাকে এবং কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা কঠিন হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে বিপিসির আবেদনের ভিত্তিতে সরকার এলপিজি আমদানির অনুমতি দিয়ে বাজারে সরবরাহ বাড়ানো ও ভারসাম্য রক্ষার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে এলপিজির সংকট অনেকটাই লাঘব হবে এবং সাধারণ ভোক্তাদের ভোগান্তি কমবে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ