বিএনপি গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে


বিএনপি গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরা সংস্কারের পক্ষে, এ জন্য গণভোটে আমরা ‘হ্যা’-এর পক্ষে ভোট দেব।’ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এ কথা জানান। নজরুল ইসলাম খান বলেন, বিএনপি বরাবরই সংস্কারের পক্ষে ছিল। বিএনপি দেশের সংস্কারের জনক। বরং অনেক রাজনৈতিক দল নারী প্রার্থীদের মনোনয়ন না দিয়ে জুলাই সনদ লংঘন করেছে। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

 

এ ছাড়া প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাবেক নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ জাকারিয়া এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

 


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ