অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, সময়ঃ ১২:০৬
মুন্সিগঞ্জে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় একটি রেস্টুরেন্ট সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। মুন্সিগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদুর রহমানের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), মুন্সিগঞ্জ সদর মারজানা আক্তার। অভিযানকালে মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায় অবস্থিত “The Burnt Bite Restaurant” পরিদর্শন করা হয়। পরিদর্শনের সময় সংশ্লিষ্ট রেস্টুরেন্টটির কাছে কোনো ধরনের বৈধ লাইসেন্স বা প্রয়োজনীয় ডকুমেন্ট পাওয়া যায়নি। এ অবস্থায় প্রচলিত আইন অনুযায়ী প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, জনস্বার্থ রক্ষা ও আইনানুগ শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। পাশাপাশি আইন অমান্যকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ