অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৭:৫২
মুন্সিগঞ্জের টংগিবাড়ি উপজেলার আমতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপরাধমূলক কার্যক্রম দমনের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। রোববার (১১ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের একটি দল আমতলী এলাকায় অভিযান চালায়। অভিযানে টংগিবাড়ির চিহ্নিত মাদক ব্যবসায়ী সেলিনা বেগম ও তার মেয়ে সুইটি বেগমকে আটক করা হয়। সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে আনুমানিক তিন লাখ টাকা মূল্যের ৬০ গ্রাম হিরোইন এবং মাদক বিক্রির নগদ ৫ হাজার ৬৬০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার জানান, আটক মা-মেয়ে এলাকায় পরিচিত মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত এবং তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অভিযানের পর উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়ার জন্য টংগিবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ