ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশনা, সহিংস বিক্ষোভে চরম নিরাপত্তা ঝুঁকির সতর্কতা


ইরানে চলমান বিক্ষোভ ও ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র নিজ দেশের নাগরিকদের দ্রুত ইরান ত্যাগ করার নির্দেশনা দিয়েছে। দেশজুড়ে পরিস্থিতি আরও অবনতি হতে পারে—এমন আশঙ্কায় এই জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) স্থানীয় সময় ইরানে যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস এ সতর্কতা প্রকাশ করে। সতর্কবার্তায় বলা হয়, ইরানজুড়ে চলমান বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে এবং যেকোনো সময় তা সহিংস রূপ নিতে পারে। এর ফলে গ্রেপ্তার, আহত হওয়ার ঘটনা বাড়তে পারে এবং স্বাভাবিক জীবনযাত্রায় মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতে পারে।

দূতাবাস জানায়, বিক্ষোভ পরিস্থিতির কারণে ইরানি কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এর অংশ হিসেবে বিভিন্ন এলাকায় সড়ক বন্ধ, গণপরিবহন ব্যাহত এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে মোবাইল ফোন, ল্যান্ডলাইন এবং জাতীয় ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, ইরান থেকে এবং ইরানে ফ্লাইট সীমিত বা বাতিল করা হচ্ছে। একাধিক সংস্থা ১৬ জানুয়ারি পর্যন্ত তাদের পরিষেবা স্থগিত রেখেছে, ফলে আকাশপথে যাতায়াত আরও অনিশ্চিত হয়ে পড়েছে।

এমন পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে দূতাবাস পরামর্শ দিয়েছে, যদি নিরাপদ মনে হয়, তবে স্থলপথে আর্মেনিয়া অথবা তুরস্ক হয়ে ইরান ত্যাগ করার বিষয়টি বিবেচনা করতে। সতর্কবার্তায় বলা হয়, দীর্ঘমেয়াদি ইন্টারনেট বিভ্রাটের জন্য প্রস্তুত থাকতে হবে, বিকল্প যোগাযোগব্যবস্থার পরিকল্পনা রাখতে হবে এবং যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার ওপর নির্ভর না করে নিজ উদ্যোগে ইরান ছাড়ার ব্যবস্থা করতে হবে।

দূতাবাস জোর দিয়ে জানায়, ‘এখনই ইরান ত্যাগ করুন।’ একই সঙ্গে যারা তাৎক্ষণিকভাবে ইরান ছাড়তে পারছেন না, তাদের নিরাপদ স্থানে অবস্থান করার এবং জরুরি খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় বিশেষভাবে মার্কিন-ইরানি দ্বৈত নাগরিকদের জন্য গুরুতর ঝুঁকির কথা উল্লেখ করা হয়। এতে বলা হয়, ইরান সরকার দ্বৈত নাগরিকত্ব স্বীকার করে না এবং মার্কিন-ইরানি দ্বৈত নাগরিকদের কেবল ইরানি নাগরিক হিসেবেই বিবেচনা করে। ফলে ইরান ত্যাগ করতে হলে তাদের ইরানি পাসপোর্ট ব্যবহার করতে হবে।

এ ছাড়া সতর্কতায় বলা হয়েছে, মার্কিন নাগরিকদের জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তার বা আটক হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি। মার্কিন পাসপোর্ট প্রদর্শন বা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্টতার সামান্য ইঙ্গিতও ইরানি কর্তৃপক্ষের কাছে কাউকে আটক করার কারণ হিসেবে বিবেচিত হতে পারে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ