মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত


মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা সোমবার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। পুলিশ লাইনস্ শহীদ কনস্টেবল বোরহান উদ্দিন মিলনায়তনে আয়োজিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের সম্মানিত পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।

 

কল্যাণ সভায় জেলার সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক পুলিশ, কোর্ট পুলিশ ও পুলিশ লাইনস্ থেকে আগত ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় ডিসেম্বর-২০২৫ মাসে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য অবদান রাখায় নির্বাচিত পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। সমাপনী বক্তব্যে পুলিশ সুপার পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের ওপর গুরুত্ব আরোপ করেন এবং সকলকে পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এরপর বেলা ২টা ১৪ মিনিটে পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় ডিসেম্বর-২০২৫ মাসে রুজুকৃত মামলাসহ তদন্তাধীন মামলাগুলোর অগ্রগতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয় এবং তদন্ত কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

 

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ূন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কামরান, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য সদস্যবৃন্দ।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ