অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, সময়ঃ ১২:৪৩
বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে এই প্রথমবারের মত জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে ইতালির রোম শহরে অনুষ্ঠিত হয়ে গেলো আমিষি বাংলা ফ্যাষ্টিভ্যাল সিজন ১ । বাংলাদেশী ঐতিহ্য , সংস্কৃতি ও দেশীয় ফিঠা ও নানা রকমের মুখরোচক খাবারের আয়োজন ও ছিলো চোঁখে পরার মতন । রাজধানী রোম শহরে লরেন্টিনা এলাকায় ব্যাতিক্রমী এই আয়োজন টি করেন হোসাইন আহমেদ মোয়াজ। দেশীয় সঙ্গীত, নৃত্য , আবৃত্তি র পাশাপাশি ছিলো ইতালিয়ান ও বলিউড শিল্পীদের সাংস্কৃতির পরিবেশনা। সেই সাথে সঞ্চারী সঙ্গীতায়নের ছোট ছোট শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সঙ্গীত ও নৃত্য পরিবেশা। তিনদিন ব্যাপী এই আমিছি বাংলা ফ্যাষ্টিভ্যালকে ঘিরে বাংলাদেশীদের মিলন মেলায় পরিনত হয়ে উঠেছিল লরেন্টিনা এলাকা। স্হানীয় বাংলাদেশী শিল্পী , ইতালিয়াও ও বলিউড শিল্পীদের নাচে, গানে , আনন্দে মেতে উঠে উপস্থিত সকলে । ছিলো সেচ্ছায় রক্তদান কর্মসূচি , । সকাল ১১ থেকে রাত ১১ পর্যন্ত চলে আনন্দ উল্লাস। ও বিশিষ্ট জনদের বক্তব্য । দীর্ঘ কয়েক বছর পর এমন একটি আয়োজনে অংশ নিতে পের খুশি প্রবাসে কর্মব্যস্ত থাকা বাংলাদেশীরা। তবে আমিছি বাংলা ফ্যাষ্টিভ্যালের আয়োজক হোসাইন আহমেদ মোয়াজ স্পন্সর ও সার্বিক সহযোগিতায় যারা ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে চলতি বছর এপ্রিল মাসে আমিছি বাংলা ফ্যাস্টিভ্যাল , সিজন ২ করার ঘোষণা দেন। তবে বৃহৎ এই আয়োজনের শেষ দিনে রাত ১১ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠিত রেফেল ড্র ও এওয়ার্ড প্রদানকরার কথা থাকলেও তা সম্ভব হয়নি। প্রায় ৫ শত লোক ধারণক্ষমতা স্হান টিতে থাকলেও শেষ দিনে প্রায় ১৩ শ মানুষের উপস্থিতি ও বৃষ্টির কারনে পুলিশ প্রশাসন সারে ৩ ঘন্টা আগেই অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়। নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠান বন্ধ করে দেয়ায় দূরদূরান্ত থেকে আগত প্রবাসী বাংলাদেশীরা হতাশা প্রকাশ করেন, পাশাপাশি আগামীতে আরো ভালোভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজক সংগঠনের প্রতি আহবান জানান ।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ