অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, সময়ঃ ১০:৩৬
জাতীয় ছাত্রশক্তির মুন্সিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মুহাম্মদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৪৮ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শিশির হাসান এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন নোমান আল মাহমুদ। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে তানভীর আহমেদ এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়েজ আহমেদ, নিরব মীর অরলিন, তুহিন আহমেদ, এরফান আহমেদ, আমিনুল ইসলাম সিয়াম, মো. শামীম, মোহাম্মদ সিয়াম খান, মিঠুন ইসলাম, মো. আমিনুল ইসলাম, শহিদুল তালুকদার ও রিয়াদ হোসেন।
কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে তৌহিদুল ইসলাম নয়ন এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে মো. কামরুজ্জামান তুহিন, জিহাদ হোসেন সরকার, মাহমুদ আলম পরশ, ফয়সাল আহমেদ, আশরাফুল ইসলাম অভি, মোহাম্মদ ইস্রাফিল, সাকিব হাসান, অরণ্য হুসাইন রাইফি, মারুফ বেপারী ও রাব্বি খান দায়িত্ব পেয়েছেন। মুখ্য সংগঠকের দায়িত্বে রয়েছেন রাতুল হাসান শান্ত। সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন তৌহিদ আহমেদ, সিনথিয়া মিম, শাহরিয়ার আলম, সাইফুল ইসলাম রোমান, নিফাজ তাবাসসুম সুজনা, জিহাদ হোসেন, রাতুল হাসান, এ আর সাব্বির ও হাসিবুর রহমান।
এ ছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মারুফ শেখ, ওসমান গনি সাজ্জাদ, সিদ্ধান্ত সরকার, ফাহাদ হাসান, কাজী সাফওয়ান, আব্দুল্লাহ আদিব, মুরাদ ঢালী, জুবায়ের, মো. দ্বীন ইসলাম, সাব্বির দেওয়ান, নাফিস আহমেদ নিশু ও মো. রাফি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কমিটি এক বছরের জন্য কার্যকর থাকবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত এই জেলা কমিটি মুন্সিগঞ্জে শিক্ষার্থীদের অধিকার আদায়, গণতান্ত্রিক ছাত্ররাজনীতি চর্চা এবং প্রগতিশীল ছাত্র আন্দোলনকে আরও জোরদার করতে সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখবে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ