অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, সময়ঃ ১০:২৬
মঙ্গলবার (৬ জানুয়ারি) প্যারিসভিত্তিক ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিমাল হেলথ (ডাব্লিউওএইচ) জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি গ্রামে প্রায় ২ হাজার হাঁসের মধ্যে এই প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
প্রাথমিকভাবে ৯০টি হাঁস মারা গেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। বাকি হাঁসগুলোকে খামার থেকে আলাদা রাখা হয়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, হঠাৎ করে এই ধরনের প্রাদুর্ভাব মানব স্বাস্থ্য ঝুঁকিও বাড়াতে পারে। তাই যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিশেষজ্ঞরা।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ