রুমিন ফারহানার অভিযোগ: পথসভার মঞ্চ ভেঙে দিয়েছে প্রতিপক্ষ


ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বিএনপি থেকে বহিস্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা অভিযোগ করেছেন, তাঁর পথসভার জন্য নির্মিত মঞ্চ প্রতিপক্ষের লোকজন ভেঙে দিয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার অরুয়াইল বাজার এলাকায় জনগণের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ অভিযোগ করেন।

রুমিন ফারহানার বক্তব্য দেওয়ার কথা ছিল সরাইল উপজেলার হাওরবেষ্টিত অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে। সোমবার সকাল থেকেই সেখানে একটি মঞ্চ প্রস্তুত করা হয়। তবে নির্ধারিত সময়ে ওই মঞ্চে সভা করতে না পেরে তিনি নিজের গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দেন।

বিকেল প্রায় ৫টার দিকে অরুয়াইল বাজার এলাকায় গাড়ির ওপর দাঁড়িয়ে বক্তব্যে রুমিন ফারহানা বলেন, কলেজ মাঠে তার জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছিল, প্রতিপক্ষের লোকজন সেটি ভেঙে দিয়েছে। বাধ্য হয়ে তিনি জনগণের কাছে সরাসরি গিয়ে গাড়ির ওপর দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে এই অন্যায়ের উপযুক্ত জবাব দিতে হবে।

বক্তব্যে তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে আর কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। নিরীহ মানুষকে টাকা দিয়ে মিথ্যা মামলায় জড়ানো, দোকানে দোকানে চাঁদাবাজি ও ধান্দাবাজি এবং অবৈধ বালুর ব্যবসা বন্ধ করার অঙ্গীকার করেন তিনি। বক্তব্য শেষে তিনি অরুয়াইল বাজার এলাকায় গণসংযোগ করেন।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবু বক্কর সরকার বলেন, বিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী সভা-সমাবেশ করতে পারেন না। তিনি জানান, রুমিন ফারহানার পক্ষ থেকে মঞ্চ ভাঙচুরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ পেলে নির্বাচনসংক্রান্ত বিধান অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জুনায়েদ আল হাবিব জোটপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। এ আসনে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ