জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর


জুলাইযোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়। ফেসবুক পোস্টে বলা হয়, “আলহামদুলিল্লাহ, তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর হয়েছে।” বিষয়টি জানাজানি হওয়ার পর আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি প্রকাশ পায়।

 

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ জানান, সোমবার তাহরিমা জান্নাত সুরভীকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি আরও জানান, ওই আদেশের বিরুদ্ধে পরবর্তীতে জেলা জজ আদালতে রিভিশনের আবেদন করা হয়। জেলা জজ আদালত-১ এ রিভিশন শুনানি অনুষ্ঠিত হয় এবং একই সঙ্গে অন্তর্বর্তী জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে বিজ্ঞ আদালত আবেদন মঞ্জুর করে তাহরিমা জান্নাত সুরভীর জামিন প্রদান করেন।

আদালতের এ সিদ্ধান্তকে ন্যায়বিচারের প্রতিফলন হিসেবে দেখছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা আশা প্রকাশ করেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সুষ্ঠু নিষ্পত্তি হবে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ