শরীফ ওসমান হাদি হ*ত্যার বিচার নিয়ে বড় সুখবর!



বহুল আলোচিত শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের মেয়াদকালের মধ্যেই সম্পন্ন করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ওসমান হাদি হত্যা মামলার তদন্ত দ্রুতগতিতে এগোচ্ছে এবং খুব শিগগিরই আদালতে চার্জশিট দাখিল করা হবে। তিনি আরও জানান যে, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ইতিমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর।

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে:

গোয়েন্দা নজরদারি: নির্বাচনকে সামনে রেখে সারা দেশে পুলিশি তৎপরতা এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
ষড়যন্ত্র দমন: যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করবে কিংবা দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত হবে, তাদের কঠোরভাবে দমনের নির্দেশ দেওয়া হয়েছে।
আচরণবিধি পালন: নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে প্রার্থী ও দলগুলোকে কঠোরভাবে বিধি-নিষেধ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট করে বলেন, কোনো অবস্থাতেই দেশের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হতে দেওয়া হবে না এবং নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ