অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৫:৩০
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার (৪ জানুয়ারি) কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে এক সভায় তিনি এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, আজকের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি হবে, যেখানে যৌথবাহিনীর অভিযানের কাঠামো ও দায়িত্ব স্পষ্টভাবে উল্লেখ থাকবে। নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, নির্বাচনকে সামনে রেখে সারাদেশে যৌথবাহিনীর অপারেশন শুরু করা হচ্ছে। এ বিষয়ে ইতোমধ্যে সকল বাহিনী প্রধানদের নিয়ে নির্বাচন কমিশনে বৈঠক হয়েছে এবং সংশ্লিষ্ট সকল হেডকোয়ার্টারকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, যৌথবাহিনীর অভিযানের মূল লক্ষ্য তিনটি। প্রথমত, নির্বাচন সামনে রেখে দেশে যেসব অবৈধ অস্ত্রের সরবরাহ রয়েছে সেগুলো উদ্ধার করা। যেগুলো উদ্ধার করা সম্ভব হবে না, সেগুলো যেন কোনো অপকর্মে ব্যবহৃত না হয় তা নিশ্চিত করা। দ্বিতীয়ত, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। তৃতীয়ত, নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধির বড় ধরনের ব্যত্যয় ঘটলে তা যৌথবাহিনী সরাসরি তদারকি করবে। ছোটখাটো ব্যত্যয়ের বিষয়গুলো নিয়মিত দায়িত্বপ্রাপ্ত কমিটিগুলো দেখবে বলেও জানান তিনি। রোহিঙ্গা ইস্যুতে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলো সিল করে দিতে হবে এবং স্থল সীমান্ত ও সাগরপথে নজরদারি আরও জোরদার করতে হবে, যাতে কোনোভাবেই দুষ্কৃতিকারীরা এসব পথ ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ