বাংলা ইনোভেটর আয়োজিত নতুন বছরের ব্রেন ট্রেনিং সেশন সফলভাবে সম্পন্ন।


২০২৬ সালের নতুন বছর উপলক্ষে বাংলা ইনোভেটর কর্তৃক আয়োজিত “New Celebration & Sharing Day 2026” অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। নতুন বছরের আনন্দ ভাগাভাগি করা এবং পারস্পরিক সংযোগ আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছিল বিভিন্ন গেমিং সেশন, ওয়ান-ডিশ ফুড শেয়ারিং আয়োজন এবং SoftSkill-এর সহযোগিতায় একটি বিশেষ Brain Training Session। উক্ত সেশনে অংশগ্রহণকারীরা কগনিটিভ ডেভেলপমেন্ট, ফোকাস বৃদ্ধি এবং সেল্ফ-ইমপ্রুভমেন্ট বিষয়ে কার্যকর ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করেন। ইভেন্টে উপস্থিত ছিলেন SoftSkill-এর প্রতিষ্ঠাতা ও সেশন ট্রেইনার জনাব মো. রেদোয়ানুর রহমান, বাংলা ইনোভেটর-এর পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং অফিসিয়াল ইনোভেটরগণ। Special Brain Training Session-এ অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ