অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৬:৪৯
ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের বাইরে অন্যতম বৃহৎ প্রবাসী বাঙালি আয়োজন ‘আমিসি বাংলা ফেস্টিভ্যাল’। আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি ২০২৬ রোমের লরেন্টিনা এলাকার দেশি ইভেন্টস ভেন্যুতে তিন দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে। ইউরোপ ব্যুরো প্রধান জাকির হোসেন সুমনের তথ্যে জানা যায়, প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি আন্তর্জাতিক শিল্পীদের অংশগ্রহণে এটি পরিণত হবে বাংলা সংস্কৃতির এক মিলনমেলায়। আয়োজক হোসাইন আহমেদ মোয়াজ জানান, উৎসবে গান, নাচ, ফ্যাশন শো ও বিশেষ ‘ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতার আয়োজন থাকবে। পাশাপাশি থাকবে জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা। উৎসব প্রাঙ্গণে ঐতিহ্যবাহী বাঙালি খাবার, পিঠা, জুয়েলারি ও হ্যান্ডমেড পণ্যের স্টল, শিশুদের ফান জোন এবং ফ্রি মেডিকেল হেলথ চেকআপের সুবিধা রাখা হয়েছে। ক্ষুদ্র ও অনলাইন ব্যবসায়ীদের জন্য রয়েছে বিশেষ স্টল বুকিং সুযোগ। আয়োজকদের আশা, এই ফেস্টিভ্যাল প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা জোরদার করার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে শেকড়ের প্রতি ভালোবাসা আরও দৃঢ় করবে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ