অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৬:৩০
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পোস্টে মুরসালীন উল্লেখ করেন, তিনি এতদিন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি পার্টির মিডিয়া সেল, প্রচার ও প্রকাশনা সেল এবং নির্বাচনকালীন মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবেও দায়িত্বে ছিলেন। তবে আজ থেকে এনসিপির সব দায়িত্ব ও পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানান। তিনি আরও বলেন, এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি থেকে সরে যাচ্ছেন না। পদত্যাগের কারণ বিস্তারিতভাবে একটি ভিডিও বার্তায় তুলে ধরেছেন বলেও জানান তিনি। তার ভাষায়, “দেখা হবে রাজপথে।” উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টি থেকে অন্তত নয়জন নেতার পদত্যাগের খবর পাওয়া গেছে, যা দলটির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ