অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৬:২৯
চুয়াডাঙ্গায় বৃহস্পতিবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। একই তাপমাত্রা এর তিন ঘণ্টা আগে সকাল ৬টাতেও রেকর্ড করা হয়, তখন বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।
রাত থেকেই চুয়াডাঙ্গার আকাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে। উত্তরের দিক থেকে বয়ে আসা কনকনে হিমেল হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। এতে শহর ও গ্রামাঞ্চলে জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও নিম্নবিত্ত মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, তীব্র শীতে মানুষ জবুথবু অবস্থায় দিন কাটাচ্ছে। ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জ্বরে শিশু ও বয়স্করা বেশি ভুগছেন।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এবং সকাল ৯টাতেও তাপমাত্রা অপরিবর্তিত ছিল। তিনি বলেন, উত্তরের এই শীতল বাতাস আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে, ফলে শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ