অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৬:২৮
খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী পেশায় একজন ব্যবসায়ী। নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, নগদ অর্থসহ স্থাবর ও অস্থাবর মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ কোটি টাকায় পৌঁছেছে।
হলফনামা সূত্রে জানা যায়, কৃষ্ণ নন্দী খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বাসিন্দা, যা খুলনা-৫ আসনের অন্তর্ভুক্ত। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি খুলনা-১ আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হয়েছেন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর খুলনা ডুমুরিয়া উপজেলার সনাতন শাখার সভাপতির দায়িত্বে রয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) জমা দেওয়া হলফনামায় তিনি উল্লেখ করেন, তার বার্ষিক আয় ৬ লাখ ৮০ হাজার টাকা। তার কাছে নগদ রয়েছে ১৮ কোটি ৫৩ লাখ ৩৯ হাজার ৯৮৪ টাকা। অস্থাবর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১৯ কোটি ২ লাখ ৩৯ হাজার ৯৮৪ টাকা এবং স্থাবর সম্পদের মূল্য ১ কোটি ৬৩ লাখ ৯০ হাজার টাকা।
হলফনামায় আরও উল্লেখ করা হয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণ হিসেবে তার দায় রয়েছে ১৭ কোটি ৯৭ লাখ ২৪ হাজার ৯৮৪ টাকা। পাশাপাশি তার মালিকানায় রয়েছে ২ দশমিক ৪৭ একর কৃষিজমি ও শূন্য দশমিক ৫ একর অকৃষিজমি। ডুমুরিয়া উপজেলায় তার মালিকানায় তিনতলা বিশিষ্ট দুটি পাকা ভবনও রয়েছে।
২০২৫ সালের আয়কর রিটার্ন অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ প্রায় ২ কোটি ৬৯ লাখ টাকা। একই বছরে তিনি উপহার হিসেবে ১৫ ভরি সোনা পাওয়ার তথ্যও হলফনামায় উল্লেখ করেছেন।
শিক্ষাগত যোগ্যতার বিষয়ে হলফনামায় বলা হয়েছে, কৃষ্ণ নন্দী বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক (এসএসসি) পাস করেছেন। তার স্ত্রী ও সন্তানদের নামে কোনো স্থাবর বা অস্থাবর সম্পদ নেই বলেও তিনি উল্লেখ করেছেন।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ