ইতালির পাদোভায় তিন দিনব্যাপী কনস্যুলার সেবা সফলভাবে সম্পন্ন


ইতালির পাদোভায় তিন দিনব্যাপী কনস্যুলার সেবা সফলভাবে সম্পন্ন হয়েছে। শৃঙ্খলাপূর্ণ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় মিলান কনস্যুলেট অফিসের আয়োজিত এ সেবায় কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই প্রায় তিন হাজার প্রবাসী বাংলাদেশি পাসপোর্ট নবায়ন, নো-ভিসা, বিভিন্ন সনদপত্রসহ প্রয়োজনীয় সেবা গ্রহণ করেন। এসোসিয়েশন বাংলাদেশি দি পাদোভা এবং ইসলামী কালচার সেন্টারের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ সেবামূলক কার্যক্রমে স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিন দিনব্যাপী এ সেবা কার্যক্রমে উপস্থিত থেকে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবীরাও। মিলান কনস্যুলেটের কনসাল জেনারেল রফিকুল আলম এ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে আরও উন্নত ও বিস্তৃত কনস্যুলার সেবা প্রদানের প্রত্যাশা ব্যক্ত করেন।

 


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ