নির্বাচন ও গণভোটের প্রচারে মুন্সীগঞ্জে ‘ভোটের গাড়ি’!


ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের বিষয়ে গণভোটের বিষয়ে সারাদেশে প্রচারণার লক্ষ্যে  ভোটের গাড়ি সুপার ক্যারাভান যাত্রা শুরু করেছে। 

 

আজ ২৮ ডিসেম্বর ২০২৫ রোজ রবিবার সকাল ৯টা হতে ১১.৩০ পর্যন্ত ক্যারাভান মুন্সীগঞ্জ সদরের শহিদ মিনার প্রাঙ্গণে অবস্থান করে। 

ভোটের গাড়িটি নির্বাচন ও গণভোট বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করছে। এই প্রচার কাযর্ক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। 

 

এ। সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার  মোঃ মেনহাজুল আলম, পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দসহ আপামর সাধারণ জনগণ। 

জেলা প্রশাসক তার বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুস্থ, সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।

সুপার ক্যারাভানটি আগামীকাল ২৯ ডিসেম্বর গজারিয়া, টংগিবাড়ী ও লৌহজং উপজেলায় এবং সবশেষে ৩০ ডিসেম্বর শ্রীনগর ও সিরাজদিখান উপজেলায় প্রচারণা কাযর্ক্রম পরিচালনা করবে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ