শ্রীনগর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি আরিফ সম্পাদক শ্যামল


মুন্সীগঞ্জের শ্রীনগর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আরিফ হোসেন (দৈনিক মানবজমিন) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম শ্যামল(দৈনিক আলোকিত সকাল)। শনিবার ২৭ ডিসেম্বর বিকালে শ্রীনগর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শাজাহান খান(আমার সংবাদ),সহ-সম্পাদক মীর রাতুল  দৈনিক সকালের সময়), সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব(নয়াদিগন্ত),কোষাধ্যক্ষ সফিকুল ইসলাম তাপস(সাপ্তাহিক সত্য প্রকাশ),আইন সম্পাদক মেহেদী হাসান শাহবাৎ (ডেইলী ইন্ড্রাস্ট্রি),দপ্তর সম্পাদক মুনীরুল ইসলাম (ইনকিলাব),ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুখ খান সুজন(জনবানী), প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম সিপু (দিন প্রতিদিন),কার্যকরী সদস্য মো. রেজাউল করিম রয়েল (যায়যায়দিন), মুজিব রহমান (সাপ্তাহিক মুন্সীগঞ্জ সংবাদ), মোহন মোড়ল (সাপ্তাহিক বিক্রমপুর চিত্র),উজ্জ্বল দত্ত (আজকালের খরব), আজিজুল ইসলাম রনি (দিনকাল)। এদিন শ্রীনগর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মুজিব রহমান, নির্বাচন কমিশনার মো. রেজাউল করিম রয়েল ও মোহন মোড়ল। কার্যকরী কমিটির তিনটি পদে কোন প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা প্রেস ক্লাবের তিন সদস্যকে গঠনতন্ত্র মোতাবেক কোঅপ্ট করে কার্যকরী সদস্য হিসাবে পদায়ন করা হয়। ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী এই কমিটি আগামী ২০২৬-২০২৭ সাল পর্যন্ত শ্রীনগর প্রেস ক্লাবের দায়িত্ব পালন করবে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ