বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক মিয়াজীর ইন্তেকাল; পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন


চাঁদপুর সদর উপজেলার ১৩ নম্বর হানারচর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দিয়া গ্রামের বাসিন্দা এবং ঢাকার সিদ্দিক বাজারের বিশিষ্ট পাদুকা ব্যবসায়ী মরহুম আব্দুল মালেক মিয়াজী ইন্তেকাল করেছেন। তিনি চাঁদপুর সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম মালেক মিয়াজীর জামাতা আক্তার হোসেন সাগরের শ্বশুর। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৯টায় ঢাকার বংশাল এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, পাঁচ কন্যা, এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) বাদ আসর মিয়াজী বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মসজিদের পাশের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুম আব্দুল মালেক মিয়াজীর একমাত্র পুত্র। জানাজার পূর্বে শোকাহত মুসল্লিদের উদ্দেশ্যে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন—চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান মোঃ সফিকুজ্জামান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক শরীফ হোসেন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস জুয়েল, হানারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন টেলু বেপারী, যুবদলের আহ্বায়ক বিল্লাল হোসেন গাজী, যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাওলাদার ও জসিম দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় জানাজায় এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, রাজনৈতিক নেতাকর্মী, সুধীজন এবং মরহুমের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। মরহুম আব্দুল মালেক মিয়াজীর ইন্তেকালে চাঁদপুর সদর উপজেলা বিএনপিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহল গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ