হাদিকে গুলি করা ফয়সালের ভারতে পালানোর ব্যাপারে যা বললো অতিরিক্ত আইজিপি


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার সহযোগীর ভারতে পালিয়ে যাওয়ার খবরকে নিশ্চিত তথ্য হিসেবে দেখছে না পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, অভিযুক্তদের প্রকৃত অবস্থান আড়াল করতে এমন তথ্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হতে পারে।

রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ, র‍্যাব ও বিজিবির যৌথ সংবাদ সম্মেলনে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) খন্দকার রফিকুল ইসলাম এ কথা বলেন। তিনি জানান, অভিযুক্তরা আদৌ সীমান্ত অতিক্রম করেছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তাদের সর্বশেষ অবস্থান সম্পর্কেও নির্ভরযোগ্য তথ্য পুলিশের হাতে নেই।

খন্দকার রফিকুল ইসলাম বলেন, অনেক সময় অপরাধীরা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে নিজেদের অবস্থান গোপন করার চেষ্টা করে। ফয়সাল ও তার সহযোগীরা দেশের ভেতরেই কোথাও আত্মগোপনে রয়েছে কি না, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, ঘটনার দিন রাত আনুমানিক ৯টার দিকে অভিযুক্তদের পরিচয় নিশ্চিত হওয়ার পরপরই গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়। তিনি বলেন, হাদি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ