অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২১ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০৬:১৭
রাজধানীর মিরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয় নেতাকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় মিরপুর-২ পানির ট্যাংকি এলাকায় এ হামলা হয়। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন; তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, সন্ধ্যার দিকে পুলিশকে সঙ্গে নিয়ে স্থানীয় এনসিপির কয়েকজন নেতাকর্মী আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেত্রী হোসনেয়ারা সাদিকের বাসায় যান। এ সময় সেখানে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। হামলায় তাঁরা গুরুতরভাবে আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে। রাতেই আহতদের খোঁজখবর নিতে হাসপাতালে যান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি হামলার ঘটনায় পিচ্চি কামালের সম্পৃক্ততার অভিযোগ করেন এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ