বাংলাদেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি ভারতের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ: সংসদীয় কমিটি


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে ফেরত চেয়ে বাংলাদেশের আনুষ্ঠানিক অনুরোধের প্রেক্ষাপটে ঢাকার রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি দিল্লির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটি। কমিটির মতে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারতের কৌশলগত স্বার্থের ওপর সরাসরি প্রভাব ফেলছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কংগ্রেস সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন ওই সংসদীয় কমিটি সংসদে এ সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করে। রিপোর্টে বলা হয়, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ভারতের জন্য সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক বা কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে। যদিও পরিস্থিতি সরাসরি বিশৃঙ্খলা বা নৈরাজ্যের দিকে যাবে—এমন আশঙ্কা এখনই করা হচ্ছে না, তবুও বিষয়টি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে বলে মত দিয়েছে কমিটি। বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়, ওই রিপোর্টে প্রতিবেশী রাষ্ট্রগুলোর বিষয়ে ভারতের বিদ্যমান কৌশল নতুন করে পুনর্মূল্যায়নের সুপারিশ করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতা বিবেচনায় নিয়ে নীতি নির্ধারণের ওপর জোর দেওয়া হয়েছে। রিপোর্টে শেখ হাসিনার ভারতে অবস্থানকে ‘মানবিকতার দৃষ্টিভঙ্গি’ থেকে নেওয়া সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করা হলেও, একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে। এতে বলা হয়, ভবিষ্যৎ কূটনৈতিক ভারসাম্য রক্ষায় এই বিষয়টি ভারতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এছাড়া রিপোর্টে বাংলাদেশে ‘মৌলবাদী শক্তি’র পুনরুত্থানের সম্ভাবনা এবং ঢাকায় চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এসব বিষয় ভারতের আঞ্চলিক নিরাপত্তা ও ভূরাজনৈতিক অবস্থানের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে উল্লেখ করা হয়। উল্লেখ্য, ‘ফিউচার অব ইন্ডিয়া–বাংলাদেশ রিলেশনশিপ’ শীর্ষক এই রিপোর্ট এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে। দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে এই মূল্যায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ