অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৮ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০৭:১০
মুন্সিগঞ্জের শ্রীনগর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার ফেরারি আসামী মোঃ আল-আমিন (৪০) গ্রেফতার করা হয়েছে। তিনি সাব রেজিস্টার অফিসের পাশে বোরখা পরিহিত অবস্থায় পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েন। গ্রেফতারকৃত আল-আমিনের বিরুদ্ধে ১২ বছরের একটি সাজা, ১ বছরের একটি সাজা এবং অন্যান্য ৬টি মামলার ওয়ারেন্ট রয়েছে, মোট ৮টি ওয়ারেন্টে তার নাম অন্তর্ভুক্ত। সে দীর্ঘদিন নিজেকে আত্মগোপন করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে পালিয়ে ছিল। শ্রীনগর থানার এসআই (নিঃ) মাইনুল হোসেন, সাব-ইন্সপেক্টর তারেক ও ফোর্স অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে কৌশল অবলম্বন করে তাকে গ্রেফতার করেন এবং থানায় নিয়ে আসা হয়।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ