মুন্সীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার


মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর কামারবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। অভিযান বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় স্থানীয় জনৈক আমির সাহেবের খালি জায়গা থেকে পরিচালনা করা হয়। জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ সুপারের নির্দেশনায় জেলাজুড়ে ডাকাতি, চুরি ও ছিনতাই রোধে বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সদর থানার এসআই মো. সোহাগের নেতৃত্বে একটি দল টহল দেওয়ার সময় জানতে পারেন, মুক্তারপুর কামারবাড়িতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—পঞ্চসার ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সীমান্ত (২০), চর মুক্তারপুর মাদবর বাড়ির সাকিব (২৬) এবং মালিরপাথর গোসাইবাড়ির তন্ময় (২৫)। অভিযানের সময় তাদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি লোহার চাপাতি, ১টি লোহার শাবল, ১টি লোহার রড ও ২টি টর্চ লাইট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সীমান্ত একজন পেশাদার অপরাধী, যার বিরুদ্ধে সদর থানায় চুরি, ছিনতাই ও মাদকসহ সাতটি মামলা রয়েছে। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোমিনুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ